৩ দিনের সফর শেষে ভারতের রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ
সারাবাংলা ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২১ ১৪:৫৫ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ ১৭:৫৮
১৭ ডিসেম্বর ২০২১ ১৪:৫৫ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ ১৭:৫৮
বাংলাদেশে তিন দিনের ব্যস্ততম রাষ্ট্রীয় সফর শেষে নয়াদিল্লীর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন দুপুর পৌনে একটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ভারতের রাষ্ট্রপতিকে বিদায় জানান।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে বুধবার কোবিন্দ তিন দিনের সফরে ঢাকা আসেন।
সারাবাংলা/এএম