বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
১৭ ডিসেম্বর ২০২১ ১১:০২
ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডা হোসেন মার্কেট এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী আবুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে তিনটায় মৃত ঘোষণা করেন। মৃত আবুল কাশেমের বাড়ি গাজীপুর টঙ্গী উপজেলা চানকিরটেক দত্তপাড়া এলাকায়। ৩ মেয়েসহ পরিবার নিয়ে সেখানেই থাকতেন। তার বাবার নাম মৃত মুসলেম হাওলাদার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন কাকরাইল এলাকায়।
নিহতের ভাতিজা মোহাম্মদ রাসেল জানান, করোনার প্রাদুর্ভাবের সময় থেকে তিনি প্রতিদিন টঙ্গী থেকে বাইসাইকেল নিয়ে কর্মস্থলে যাতায়াত করতেন। গতরাতে কাজ শেষ করে কাকরাইল থেকে টঙ্গীর বাসায় ফেরার সময় হোসেন মার্কেটের বিপরীত পাশের রাস্তায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হন বলে শুনতে পেয়েছি।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. বশিরুল ইসলাম জানান, রাতে হোসেন মার্কেটের বিপরীত পাশের রাস্তায় কাভার্ডভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী ওই ব্যক্তি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবংলা/এসএসআর/এএম