জমি নিয়ে বিরোধ, ভাই-ভাতিজার হাতে ১ ব্যক্তি খুন
১৬ ডিসেম্বর ২০২১ ২৩:১০ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ২৩:১২
লালমনিরহাট: লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই ও তার ছেলের হাতে ছোট ভাই খুন হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে সদর থানার পঞ্চগ্রাম ইউনিয়নের আলাবকস গ্রামে এ ঘটনা ঘটে। সদর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, জেলার সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের আলাবকস গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে আমিনুর ইসলামের (৫৪) সঙ্গে আপন বড় ভাই মোবারক ইসলাম (৬০) ও তার ভাতিজার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার (১৫ ডিসেম্বর) রাত ১১ টার দিকে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নিলে বড় ভাই মোবারক ইসলাম ও তার ছেলে মিলে ছোট ভাই আমিনুর ইসলামকে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। মারপিটের এক পর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে নিহত আমিনুর ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠায়।
সদর থানার এসআই আমিনুল জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়ের হলে বিস্তারিত জানানো যাবে।
সারাবাংলা/পিটিএম