Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় বিড়ি শ্রমিকদের বিজয় র‍্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২১ ২২:২৮

ঢাকা: উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচির পালন করেছে কুষ্টিয়া জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন। দিনটিতে বর্ণাঢ্য বিজয় র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করেন বিড়ি শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয় র‌্যালিটি কুষ্টিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কলেজ মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে। এ সময় সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজগার আলী, জেলা শ্রমিক লীগের শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ও কুষ্টিয়া জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নাজিম উদ্দিন, তাইজাল আলী খান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধে বিড়ি শ্রমিকদের অবদান অপরিসীম। শ্রমিকরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবনবাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। শ্রমিকসহ সকল পেশার মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা মহান বিজয় দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকলের আত্মার মাগফিরাত কামনা করছি।’

সারাবাংলা/ইএইচটি/একে

বিজয় র‌্যালি বিড়ি শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর