Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযুদ্ধের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: হাছিনা গাজী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২১ ২১:৩১

নারায়ণগঞ্জ: নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী ম‌হিলা লীগের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্র এখনও দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লড়াই করে যাচ্ছেন। এ জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বৃহস্প‌তিবার (১৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হা‌টিপাড়া এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে লাখো শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় হাছিনা গাজী এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করে লাখো শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

হা‌ছিনা গাজী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল নেতা বা মহানায়ক হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতির শত বছরের ইতিহাসের গৌরবজনক ঘটনা হচ্ছে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ। ৩০ লাখ শহীদের তাজা রক্ত, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং সীমাহীন আত্মত্যাগের বিনিময়ে একাত্তরের ১৬ ডিসেম্বর এই স্বাধীনতার বিজয় অর্জিত হয়। বাঙালি জাতি যতদিন বেঁচে থাকবে ততদিন শেখ মুজিবের নাম শ্রদ্ধাভরে উচ্চারিত হবে।’

‌তি‌নি বলেন, ‘স্বাধীনতাবিরোধী চক্র জানে যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় না এলে এদেশে যুদ্ধাপরাধীদের বিচার হতো না। তাই তারা শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করেছে। তাদের সেই ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে।’

বিজ্ঞাপন

মেয়র হা‌ছিনা গাজী বলেন, ‘স্বাধীনতা পরবর্তী ৭৫-এ রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার মূলে আঘাত করা হয়। প্রকৃত স্বাধীনতা অর্জন করতে হলে বাংলাদেশের মাটি থেকে স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী ও জঙ্গিবাদী শক্তিকে উৎখাত করতে হবে। যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাবো পৌরসভার সচিব তাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লী‌গের সভাপ‌তি মাহাবুবুর রহমান মেহের, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, তারাবো পৌরসভার কাউন্সিলর আমির হোসেন ভুঁইয়া, মাহাবুবুর রহমান জাকা‌রিয়া, বিএম আতিকুর রহমান, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম মনির, আক্তার হোসেন মোল্লা, রাসেল সিকদার, ‌ মোহাম্মদ হা‌মিদুল্লাহ, জ‌সিম উদ্দিন, লায়লা পারভীন, মাহফুজা আক্তার ও জোসনা বেগমসহ অনেকে উপ‌স্থিত ছি‌লেন।

এদিকে মহান বিজয় দিবস, জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জন্মশতবা‌র্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্প‌তিবার (১৬ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ে আলোচনা সভায় যোগ দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী ম‌হিলা লীগের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী। পরে জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জন্মশতবা‌র্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তারাবো পৌরসভা কার্যালয়ের সামনে রূপগঞ্জ উপজেলা আওয়ামী ম‌হিলা লীগের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজীর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

এ ছাড়া মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসভায় মাথা উঁচু করে চলতে দেশবাসীকে বঙ্গবন্ধুর আদর্শে উন্নত-সমৃদ্ধ ও অসম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলার শপথ করালে তারাবো পৌরসভায় থে‌কে শপথ বাক্য পাঠ করেন হাছিনা গাজী।

সারাবাংলা/একে

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী হাছিনা গাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর