কোনাবাড়িতে ঝুটের গুদামে আগুন
১৬ ডিসেম্বর ২০২১ ১৯:৪৯ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ২০:০১
গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ি কাঠালবাগান এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। পরে আগুন আশপাশেও ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে ওই গুদামে আগুন লাগে। আগুনে এখন পর্যন্ত হতাহতের তথ্য পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, আমরা বিকেল ৫টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়েছি। কোনাবাড়ী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয়রা জানান, কোনাবাড়ির কাঠালবাগান এলাকায় স্থানীয় একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত। পরে আশপাশের কয়েকটি গুদাম ও বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বেশ কয়েকটি গুদামে আগুন লেগেছে। আগুনে গুদামের ঝুটের মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো জানা যায়নি।
সারাবাংলা/টিআর