করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কম
১৬ ডিসেম্বর ২০২১ ১৮:৩৭ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ২২:৪৪
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা গেছেন তিনজন। আগের দিন এ সংখ্যা ছিল চারজন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমার পাশাপাশি শনাক্তের সংখ্যাও কমেছে। আগের দিন এই সংখ্যা ছিল ২৯৭ জন। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা হয়েছে ২৫৭ জন।
এদিকে, নতুন সংক্রমণের পাশাপাশি নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার কমেছে। আগের দিন এই হার ছিল ১ দশমিক শূন্য ৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ১ দশমিক শূন্য ২ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. আহমেদুল কবীরের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনায় সংক্রমণ-মৃত্যুর এ সব তথ্য জানানো হয়েছে।
নমুনা সংগ্রহ ও পরীক্ষা
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৪৮টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫১টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৪০টি।
এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ২৫ হাজার ৪৭৩টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ২০৩টি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১ কোটি ১২ লাখ ১৮ হাজার ৪৬১টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯ লাখ ১৭ হাজার ৭৪২টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৩৩ লাখ ৭১৯টি।
আগের দিন দেশে ২৯৭ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ২৫৭ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৮০ হাজার ৫৫৯ জনের শরীরে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক শূন্য ২ শতাংশ, যা আগের দিন ছিল ১ দশমিক শূন্য ৫ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ০৯ শতাংশ।
সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা কমেছে
গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা কমেছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ২৬৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮১ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৪৫ হাজার ১১৪ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ।
মৃত্যুর পরিসংখ্যান
গত ২৪ ঘণ্টায় যে তিনজন মারা গেছেন এর মধ্যে পুরুষ দুইজন ও মহিলা একজন। এদের সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৪১ জনে। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
বয়সভিত্তিক মৃত্যুর সংখ্যা
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। এ ছাড়া ৭১ থেকে ৮০ বছর বয়সীদের মধ্যে একজন মারা গেছেন। মোট পরিসংখ্যানে ৬১ থেকে ৭০ বছর বয়সী রোগী মারা গেছেন সবচেয়ে বেশি। যা সংখ্যা ৮ হাজার ৬৯২ জন।
মৃত্যু শুধু ঢাকা, চট্টগ্রাম ও খুলনায়
গত ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় একজন করে মারা গেছেন। তবে রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।
সারাবাংলা/একে