Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত-বাংলাদেশ সম্পর্ক ব্যাপক ও প্রাণবন্ত: কোবিন্দ

সারাবাংলা ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২১ ২০:১৩ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ ২৩:৪৭

ঢাকা: ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ভারত-বাংলাদেশ সম্পর্ককে ব্যাপক এবং প্রাণবন্ত উল্লেখ করে বলেছেন, আমরা যোগাযোগের ওপর জোর দিচ্ছি। তিনি বলেন, ভারতের উন্নয়ন অংশীদার বাংলাদেশ। ভারত-বাংলাদেশের মধ্যে অংশীদারিত্বও ব্যাপক ও প্রাণবন্ত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১৫ ডিসেম্বর) হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তার হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

বিজ্ঞাপন

ইহসানুল করিম বলেন, ‘ভারতীয় রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বলেছেন, তিনটি মেগা ইভেন্ট উদযাপনে অংশীদার হতে পেরে তারা খুবই খুশি। বাংলাদেশ যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দেশ দু’টির মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে, এমন একটি সময়ে তিনি এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত।’

ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বাংলাদেশে মুজিব শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে এদিন ঢাকা এসেছেন। সূত্র: বাসস।

সারাবাংলা/পিটিএম

ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর