Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উন্নয়নের পাশাপাশি গণতন্ত্রও নিশ্চিত করতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২১ ১৯:২৬

ফাইল ছবি: রাশেদ খান মেনন

ঢাকা: ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, উন্নয়নের পাশাপাশি গণতন্ত্রকেও নিশ্চিত করতে হবে। তাকে বিকশিত করতে হবে। পঞ্চাশ বছরে এদেশের উন্নয়ন যেমন বাধাগ্রস্থ হয়েছে, তেমনি বিভিন্ন শাসকের হাতে গণতন্ত্রও পর্যুদস্ত হয়েছে। নির্বাচনি ব্যবস্থার ধ্বংস সাধন হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর শাখা কর্তৃক বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পার্টির তিনি এসব বলেন।

বিজ্ঞাপন

রাশেদ খান মেনন বলেন, ‘এখন বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে, তেমনি গণতন্ত্রেরও উত্তরণ ঘটাতে হবে। উত্তরণ ঘটাতে হবে নির্বাচনি ব্যবস্থার। বাইরে থেকে কেউ এসে গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা করে দেবে না। এদেশে জনগণই অতীতে তাদের নিজেদের আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের প্রশ্নের মীমাংসা করেছে, এখনও করবে। সেই সক্ষমতা তাদের আছে। কেউ তাদের অতীতে দাবিয়ে রাখতে পারেনি, এখনও পারবে না।’

তিনি বলেন, ‘দুর্নীতি আর বৈষম্যের জনগণ উন্নয়নের সুযোগ ভোগ করতে পারচ্ছে না। রাষ্ট্র ও সমাজে বড়ধরনের বিভাজন সৃষ্টি হয়েছে। এই বিভাজন আরও বিস্তৃত হচ্ছে ধর্মের রাজনীতিক ব্যবহারের কারণে। জামাত মওদুদীবাদী অনুসরণে ওহাবীবাদের চর্চার কারণে বাংলাদেশে ধর্মের উদারনৈতিক চরিত্রকে পাল্টে দিয়েছে। এসব চলতে থাকলে আগামী পঞ্চাশ বছরের আগেই বাংলাদেশ উন্নয়ন দেশে পরিণত হবে।’

ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারীমুক্তি সংসদের সভানেত্রী বীর মুক্তিযোদ্ধা হাজেরা সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কিশোর রায়, শাহানা ফেরদৌসি লাকী, সাদাকাত হোসেন খান বাবুল প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেনন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর