Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন নিষেধাজ্ঞায় শান্তি মিশনেও প্রভাব পড়তে পারে: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২১ ১৭:৫২ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ১০:৩৮

ঢাকা: র‌্যাবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ জাতিসংঘের শান্তি মিশনেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৫ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই শঙ্কা প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই নিষেধাজ্ঞার ফলে একটি পরাশক্তি রাষ্ট্র কর্তৃক বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনকারী হিসাবে চিহ্নিত হওয়ায় ভবিষ্যতে জাতিসংঘের শান্তি মিশনে মোতায়েনও প্রভাবিত করতে পারে। এর ফলে আমাদের প্রতিরক্ষা বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে।’

তিনি বলেন, ‘রূঢ় শোনালেও এটা অস্বীকার করার সুযোগ নাই ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনে’র অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক এই নিষেধাজ্ঞা বর্তমান চলমান গণ ও মানবতাবিরোধী সরকারের জন্য সমগ্র বিশ্ববাসীর পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা। আর সেটা হলো কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের বিচারহীন সংস্কৃতি চলতে পারে না। কেবল মাত্র একটি অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকারের শাসনকালেই এই ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়। বাংলাদেশে বিশ্ববাসীর কাছে বর্তমানে সেরকমই একটি কর্তৃত্ববাদ ও মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতি আশ্রয়ী সরকার ব্যবস্থা চালু রয়েছে।’

‘বিএনপি মনে করে র‌্যাবের ওপরে মার্কিন নিষেধাজ্ঞার সকল দায়িত্ব সরকারকেই নিতে হবে। ক্ষমতাকে চিরস্থায়ী করবার লক্ষে আইনশৃঙ্খলাকারী বাহিনীকে বেআইনিভাবে ব্যবহার করার সকল দায়িত্ব তাদেরই’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

র‌্যাবের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের নিষেধাজ্ঞা আরোপের পেছনে বিএনপি লবিস্ট নিয়োগ করে কাজ করেছে বলে সরকারের মন্ত্রী-নেতারা অভিযোগ করেছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো খুব স্বাভাবিক যে, এখন তারা চিহ্নিত হয়ে গেছে। এখন তাদের ওপরে যখন সমস্ত কিছু পড়বে তখন দায় তাদেরকেই নিতে হবে। তখন তারা দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করবে। এটাতে জনগণের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। র‌্যাব তো আমরা চালাই না, সরকার চালায়। তাদেরকে নির্দেশ দেয় সরকার, আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয় সরকার। আমাদের কি করার থাকতে পারে। র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দায় সরকারেরই।’

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে চলমান নির্বাচনহীন সংস্কৃতি, দিনের ভোট রাতে লুটের সংস্কৃতি অব্যাহত রাখার জন্য সরকার র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত নগ্নভাবে ব্যবহার করেছে। র‌্যাবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ কার্য্ত রাজনৈতিক সরকার দায়। তাই র‌্যাবের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা তা এক অর্থে বর্তমান সরকারের বিরুদ্ধেই নিষেধাজ্ঞার শামিল।’

‘কারণ আওয়ামী লীগ সরকার গণতন্ত্রহীন সরকারকে টিকিয়ে রাখার জন্য র‌্যাবকে বিভিন্ন আইনবিরোধী সংস্কৃতির অংশ হতে বাধ্য করেছে। অতঃএব কার্য্ত রাজনৈতিক সরকারের দায় বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না। তবে যারা ইতোমধ্যেই সরকারেরর এই ধরনের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নিজেদেরকে অংশীদারি পরিণত করে নানা ধরনের বিচার বর্হিভূত সংস্কৃতি চালু করতে ভুমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিচারের আওতায় আনতে হবে। সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশ বা অন্য যেকোনো রাষ্ট্রের গুরত্বপূর্ণ বাহিনী সমূহের সামরিক এবং বেসামরিক বাহিনীগুলোর কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসবে হবে। এটা ভুলে গেলে চলবে না, মার্কিন নিষেধাজ্ঞার সম্পূর্ণ দায় আওয়ামী লীগের’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির সংলাপে বিএনপি যাবে কি না জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটা আমরা কিছু বলতে পারি না এজন্য যে, আমরা কিছুই জানি না এই সম্পর্কে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।এর আগে গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিবের সভাপতিত্বে যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে আমান উল্লাহ আমান, আবদুস সালাম, রুহুল কবির রিজভী খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, অঙ্গসংগঠনের আমিনুল হক, সাইফুল আলম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম, আবদুল কালাম আজাদ, হেলাল খান, জাকির হোসেন রোকন, রফিকুল ইসলাম মাহতাব, আবদুর রহিম, নজরুল ইসলাম তালুকদার, ফজলুর রহমান খোকন উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/এসএসএ

মার্কিন নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর