Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বাধীনতা বিরোধীদের কথায় যেন যুক্তরাষ্ট্র প্রভাবিত না হয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২১ ১৭:০৩ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ ১৭:০৫

চট্টগ্রাম ব্যুরো: যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তাদের কথায় প্রভাবিত না হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জঙ্গিবাদ ও সন্ত্রাসকে উসকে দিচ্ছে, এমন মন্তব্যও করেছেন তিনি।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র, তাদের সঙ্গে আমাদের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনেও তাদের সঙ্গে আমাদের সহযোগিতা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করব, যারা এদেশের স্বাধীনতা চায়নি, এদেশের উন্নয়ন-সমৃদ্ধি নিয়ে যারা ঈর্ষান্বিত, তাদের কথায় যেন তারা প্রভাবিত ও বিভ্রান্ত না হয়।’

‘বাংলাদেশ অনেক উন্নত রাষ্ট্রের চেয়েও জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সফলতা দেখিয়েছে। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ-র‌্যাব এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের কয়েকজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা, সেটি আসলে জঙ্গিবাদ ও সন্ত্রাসকে উসকে দিচ্ছে এবং উৎসাহিত করছে।’

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রও হুমকির মুখে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘যে দেশে নির্বাচনের ফলাফল ভন্ডুল করার জন্য সংসদে হামলা হয়, সেখানে ঘেরাও করে পুলিশ অফিসারসহ কয়েকজনকে হত্যা করা হয়, তাদের স্পিকারের চেয়ারে বসে ছবি তোলা হয়, তারা কি অন্য দেশকে গণতন্ত্রের সবক দেয়ার অধিকার রাখে ? মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েকদিন আগে গণতন্ত্র সম্মেলন হয়েছিল। পাকিস্তানসহ অনেককে দাওয়াত করা হলো, অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রই আজ হুমকির সম্মুখীন।’

বিজ্ঞাপন

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহ’র সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি মুহাম্মদ মঈনুদ্দিন, আবুল কালাম আজাদ, আবুল কাশেম চিশতি, এটিএম পেয়ারুল ইসলাম।

সারাবাংলা/আরডি/এসএসএ

টপ নিউজ স্বাধীনতা বিরোধী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর