হংকং ট্রেড সেন্টারে আগুন, ছাদে আটকা ৩০০
১৫ ডিসেম্বর ২০২১ ১৪:১০
হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে করে ভবনটির ছাদে ৩০০ অধিক মানুষ আটকা পড়েছেন। বুধবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আলজাজিরা।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ছাদে ৩০০ জনের বেশি মানুষ আটকা পড়েছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছে। স্থানীয় সময় দুপুর ১২টা ৩৭ মিনিটে ভবনের একটি রুমে বৈদ্যুতিক সুইচ থেকে আগুনের সূত্রপাত হয়।
ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম সিটিজেন নিউজ জানিয়েছে, ভবনটির ছাদে ৩৫০ জন মানুষ আটকা পড়েছে। এছাড়ও ভবনটির পঞ্চম তলায় উদ্ধারের জন্য অপেক্ষা করছে আরও ১০০ জন।
এদিকে হংকং ফ্রি প্রেস জানিয়েছে, আগুন এখনো অব্যাহত রয়েছে এবং বিপদের মাত্রা বেড়েছে। এছাড়াও ফায়ার সার্ভিসের কর্মীরা জরুরি মই ব্যবহার করে বেশ কয়েকজনকে উদ্ধার করার চেষ্টা করছে।
কজওয়ে বে’তে অবস্থিত ৩৮ তলা ওই ভবন থেকে প্রায় ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সারাবাংলা/এনএস