Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

মো. শরিফ শেখ, লোকাল করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২১ ১২:১৭ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ ১৪:০০

সাভার: আগামীকাল মহান বিজয় দিবস। বাঙালির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। মহান বিজয়ের ৫০ বছর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে লাখো মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ধুয়ে মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে পুরো স্মৃতিসৌধ এলাকা। স্মৃতিসৌধকে সাজানো হয়েছে নানান সাজে।

বিজয় দিবসের প্রথম প্রহরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ সফরররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন।

বিজ্ঞাপন

সরেজমিনে স্মৃতিসৌধ এলাকাঘুরে দেখা যায়, স্মৃতিসৌধের ফটক থেকে মিনার পর্যন্ত পুরো এলাকা ধুয়ে-মুছে চকচকে করা হয়েছে। সৌধ চূড়া পরিষ্কার করার কাজ শেষ। লেকও পরিষ্কার করা হয়েছে। লাগানো হয়েছে লাল-সবুজ আলো।

গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই মাস আগেই স্মৃতিসৌধ পরিষ্কারের কাজ শুরু হয়েছে। ফুল দিয়ে সাজানো, লেক সংস্কার, সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সব ধরণের কাজ পুরোপুরি শেষ।

এদিকে নবম পদাতিক ডিভিশনের নেতৃত্বে তিন বাহিনীর সদস্যরা কুচকাওয়াজের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। মোটরসাইকেল মহড়ার প্রস্তুতিও চলছে। ১ ডিসেম্বর থেকে পুরো স্মৃতিসৌধ এলাকায় সিকিউরিটি ডেপ্লয় করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিজয় উদযাপন নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছেন।

সারাবাংলা/এএম

টপ নিউজ স্মৃতিসৌধ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর