‘৫০ বছরেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা না হওয়া হতাশাজনক’
১৪ ডিসেম্বর ২০২১ ২০:৫৬ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ২২:১২
জাতি স্বাধীনতার ৫০ বছর তথা সুবর্ণজয়ন্তী পেরিয়ে এখন বিজয়ের ৫০ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও এখনো প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা যায়নি। এ পরিস্থিতি হতাশাজনক।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহিদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। এসময় তারা দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাসহ শহিদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতেরও তাগিদ দেন।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর এই দিনে কলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয় আলোচনা সভা। অনুষ্ঠানের শুরুতেই শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা বলেন, স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে বুদ্ধিজীবী দিবস আমাদের জন্য অত্যন্ত বেদনার। একটি জাতিকে মেধাশূন্য করতে পাক হানাদার বাহিনী নির্মম হত্যাকাণ্ড চালায়। ফলে জাতি হারিয়েছে বুদ্ধিজীবীদের। দুই দিন পরই বিজয় দিবস, আর তখনই এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের রাতের আঁধারে হত্যা করা হয়। বিজয়ী জাতির আকাশে নেমে আসে এক কালো অধ্যায়। স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে এসেও আমরা তাদের অবদান ও শূন্যতা অনুভব করছি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন আহমেদ, ২৩তম শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক এ এস আসাদুজ্জামান, ২২তম শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক (ভারপ্রাপ্ত) এস এম কামাল উদ্দিন হায়দারসহ তিতুমীর কলেজের সব বিভাগের শিক্ষকরা।
অনুষ্ঠানে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহামুদুল হক জুয়েল মোড়লসহ অন্য নেতাকর্মী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে তিতুমীর কলেজের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সারাবাংলা/এনএসএম/টিআর