Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সোনার বাংলা নির্মাণে কাজ করছে যমুনা লাইফ ইনস্যুরেন্স’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২১ ২২:০১

বদরুল আলম খান, ছবি: সারাবাংলা

কক্সবাজার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশের জনগণকে বিমা নিরাপত্তার আওতায় আনতে যমুনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বদরুল আলম খান। জেলা সদরে যমুনা লাইফ ইনসিওরেন্সের বার্ষিক সম্মেলন-২০২১ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) স্থানীয় একটি হোটেলের অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান বদরুল আলম খান। আর সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান খন্দকার।

বিজ্ঞাপন

বদরুল আলম খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশের জনগণকে বিমা নিরাপত্তার আওতায় আনার জন্য যমুনা লাইফ বিমা সেবা নিয়ে কাজ করে যাচ্ছে। সারাদেশে যমুনা লাইফের কর্মরত হাজার হাজার কর্মকর্তা ও কর্মীদের মাধ্যমে ঘরে ঘরে বিমার সুফল পৌঁছে দেওয়া হচ্ছে।

এ সম্মেলনে ২০২১ সালে গৃহীত লক্ষ্যমাত্রা পূরণে নানাবিধ পদক্ষেপ পূরণে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান বুলবুল জয়নব আক্তার ও পরিচালক সাবেদুর রহমান।

সারাবাংলা/এনএস

বদরুল আলম খান যমুনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর