Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-ব্যাংকক রুটে বাড়ছে বিমানের ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২১ ১৯:৪৯

ঢাকা: আগামী ১৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-ব্যাংকক রুটের ফ্লাইট বিজি ০৮৮ সকাল সাড়ে ১১টার পরিবর্তে দুপুর ১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। অপরদিকে ১৭ ডিসেম্বর থেকে এই রুটে সপ্তাহে দু’টির পরিবর্তে তিনটি করে ফ্লাইট যাবে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম তাহেরা খন্দকার।

বিজ্ঞাপন

তিনি জানান, ১৬ ডিসেম্বর সকালের পরিবর্তে দুপুরে ফ্লাইট ছেড়ে যাবে। আর আগামী ১৭ ডিসেম্বর থেকে ঢাকা-ব্যাংকক রুটে সপ্তাহে দুটির পরিবর্তে তিনটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। ১৭ ডিসেম্বর হতে ঢাকা থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার এবং বোরবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১ টায় বিমানের ফ্লাইট ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাবে। ব্যাংকক থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় বিমানের ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

সারাবাংলা/এসজে/পিটিএম

ঢাকা-ব্যাংকক বিমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর