Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষমা চাইলেন আলাল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২১ ১৩:৪৩ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ১৭:১৩

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কুরুচিপূর্ণ বক্তব্যে’র জন্য ক্ষমা চেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই বক্তব্যও প্রত্যাহার করেছেন তিনি।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভারতের চেন্নাই থেকে পাঠানো এক হোয়াটস আপ বার্তায় ক্ষমা চান সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বাংলাদেশের গণমাধ্যমে ওই হোয়াটস আপ বার্তা ফরওয়ার্ড করেন বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান।

বিজ্ঞাপন

শায়রুল কবির খান সারাবাংলাকে বলেন, ‘গুরুতর অসুস্থ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এই মুহূর্তে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

সম্প্রতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের একটি বক্তব্য ভাইরাল হয়। সেখানে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্রাব্য ভাষায় কিছু কথা বলতে শোনা যায়। এ নিয়ে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো বিভিন্ন স্থানে বিক্ষোভ করে এবং সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ করে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন থেকে আলালকে গ্রেফতারের দাবি ওঠে।

চলমান পরিস্থিতির মধ্যে ভারতের চেন্নাই থেকে হোয়াটস আপ বার্তা পাঠালেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ‘আমি প্রিয় স্বদেশ ভূমি থেকে হাজার মাইল দূরে জীবনসংকটে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমার শরীরে একটি গুরুতর সার্জারি হয়েছে। সংগত কারণেই সব দুঃসংবাদ থেকে পরিবার আমাকে দূরে রেখেছে। তারপরও বিলম্বে আমি জেনেছি, অতীতে আমার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে।’

বিজ্ঞাপন

‘দীর্ঘ ৪৯ বছরের রাজনৈতিক জীবনে জ্ঞাতসারে কিংবা ইচ্ছাকৃত কারও সম্মান, অনুভূতি, বিশ্বাসে আঘাত করিনি। তবুও মানুষ হিসেবে আমি তো ভুলের ঊর্ধ্বে নই। কোনো অসতর্ক মুহূর্তের কথা কিংবা বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন অনুভূতিতে, তাদের সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে ওই বক্তব্য আমি প্রত্যাহার করছি’, বলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

সারাবাংলা/এজেড/এমও

আলাল ছাত্রলীগ টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর