‘মুক্তিযুদ্ধের লক্ষ্য অনুযায়ী গণতান্ত্রিক রাষ্ট্র এখনও পাইনি’
১৪ ডিসেম্বর ২০২১ ১৩:১৪ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ১৫:১৯
ঢাকা: ‘মুক্তিযুদ্ধের লক্ষ্য অনুযায়ী একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা এখন পর্যন্ত পাইনি’- এমনটিই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা এ বছর স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করছি। কিন্তু দুর্ভাগ্যের কথা ১৯৭১ সালে যে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধে শরিক হয়েছিলাম, আমাদের অগণিত শহিদ বুদ্ধিজীবী তাদের প্রাণ দিয়েছিলেন, দুর্ভাগ্যক্রমে সেই মুক্তিযুদ্ধের লক্ষ্য অনুযায়ী একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা এখন পর্যন্ত পাইনি।’
‘শুধু তাই নয়, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল; সব কিছুকে ভুলুণ্ঠিত করে এখন এক দলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য বর্তমান শাসকগোষ্ঠী বিভিন্নভাবে দেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা অসংখ্য মানুষকে খুন করেছে, গুম করেছে’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘১৯৭১ সালে খালেদা জিয়া দুই সন্তানসহ বন্দি ছিলেন। ৫০ বছর পরে এসে বর্তমানে সরকারও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। শুধু তাই নয়, সকল দেশপ্রেমিক মানুষের ওপর তারা অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আজকের এই দিনে আমরা শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমরা আশা করছি এই দেশের জনগণ আবারও উদ্বুদ্ধ হবে, মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠবে এবং এই দানবীয়, কর্তৃত্ববাদী, স্বৈরচারী সরকারকে সরিয়ে জনগণের সরকার, জনগণের পার্লামেন্ট, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিতা করবে।’
শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় মির্জা ফখরুলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবেদ রাজা প্রমুখ।
এর আগে, মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর সংসদে স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। দুপুরে প্রধান বিচারপতি শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।
সকাল থেকে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জনতার ঢল নামে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দিনব্যাপী জাতীয় কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সংস্কৃতি ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
সারাবাংলা/কেআইএফ/এমও
গণতান্ত্রিক রাষ্ট্র মির্জা ফখরুল মুক্তিযুদ্ধের লক্ষ্য শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ