গ্যাস বিস্ফোরণে ধসে পড়ল ভবন, আহত ৩
১৪ ডিসেম্বর ২০২১ ০৮:৫৭
ঢাকা: রাজধানীর পুরান ঢাকার আলু বাজারে গ্যাস বিস্ফোরণে একটি চার তলা ভবনের আংশিক ধসে পড়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে ওসমান গনি রোডের ৩৪/১ নম্বর ভবনের পাশের গ্যাস লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে এতে আগুন ধরে যায়।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোরে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বজলুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা একজন পুরুষ একজন নারী এবং একজন শিশুকে ইটের আঘাতে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ৪ তলা ভবনের ভাড়াটিয়ারা সবাই নিরাপদে বের হয়ে আসেন।’
পরে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ এবং আগুন লাগার ঘটনা ঘটে।
সারাবাংলা/ইউজে/এমও