কাশ্মীরে জঙ্গি হামলায় ৩ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২১ ২০:৪২ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ০৮:২৮
১৩ ডিসেম্বর ২০২১ ২০:৪২ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ০৮:২৮
জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর এক বাসে জঙ্গি হামলায় তিন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ১৪ জওয়ান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সোমবার (১৩ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে। এনডিটিভির খবর।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, শ্রীনগরের পান্থচকের পাশে জম্মু ও কাশ্মীর পুলিশ ক্যাম্পের কাছে জওয়ানদের একটি বাসে হামলা হয়। অন্তত দুই জঙ্গি বাসে হামলা চালায়। এলাকায় তাৎক্ষনিক জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জওয়ান বোঝাই বাসের ছাদে উঠে এক জঙ্গি স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলিবর্ষণ করে।
সারাবাংলা/আইই