মেয়াদপূর্তির ১৮০ দিন আগে ইউপি নির্বাচন প্রশ্নে হাইকোর্টের রুল
১৩ ডিসেম্বর ২০২১ ১৯:৫৫
ঢাকা: মেয়াদপূর্তির ১৮০ দিন (ছয় মাস) আগেই ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আয়োজন করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে গোপালগঞ্জের কোটালিপাড়ার হিরন ইউপি নির্বাচন স্থগিত করেছেন আদালত। আগামী ৫ জানুয়ারি এই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সোমবার (১৩ ডিসেম্বর) এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হয় হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আজ রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. অজিউল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
এর আগে ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর ২৯ (৩) ধারা চ্যালেঞ্জ করে এ রিট আবেদনটি দায়ের করেছিলেন ওই ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদি হাসান।
রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী মো. অজিউল্লাহ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন আইন-২০০৯ এর ১ ধারায় বলা আছে— নির্বাচিত পরিষদ ৫ বছর পূর্ণ করবে। কিন্তু ১৮০ দিন (ছয় মাস) পূর্বে নির্বাচনের তফসিল ঘোষণা করা এই আইনের সঙ্গে সাংঘর্ষিক। এ বিষয়টি নিয়ে আদালতে রিট করেছিলেন মেহেদি হাসান।
আজ শুনানি শেষে আদালত মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন (৬ মাস) আগেই ইউপি নির্বাচন আয়োজন প্রশ্নে রুল জারি করেছেন।
সারাবাংলা/কেআইএফ/এনএস