Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ বিড়ি-সিগারেট উৎপাদন ও বিক্রি বন্ধে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২১ ১৯:৪৭

ফাইল ছবি

ঢাকা: অবৈধভাবে বিড়ি-সিগারেট উৎপাদন ও বিক্রি করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে অবৈধভাবে বিড়ি-সিগারেট উৎপাদনকারী কোম্পানি অতি দ্রুত বন্ধ করা এবং অবৈধ কোম্পানিতে উৎপাদিত বিড়ি-সিগারেট জব্দ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

এছাড়া পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত এসব কোম্পানি বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (১৩ ডিসেম্বর) এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ রফিকুল ইসলাম। তার সঙ্গে ছিলেন আইনজীবী শেখ রোবাইয়েত ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আদেশের পর আইনজীবী শেখ রোবাইয়েত ইসলাম জানান, অবৈধভাবে বিড়ি-সিগারেট উৎপাদন ও বিক্রি বন্ধে গত ২৩ সেপ্টেম্বর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি লিগ্যাল (আইনি) নোটিশ পাঠানো হয়। ওই নোটিশের পরে কোনো পদক্ষেপ না নেওয়ায় গত ৮ ডিসেম্বর মাদকদ্রব্য ও নেশা বিরোধী কাউন্সিলের (মানবিক) পক্ষে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

রিটে স্বাস্থ্য সচিব, বন ও পরিবেশ সচিব, শিল্প সচিব, শ্রম সচিব এবং পরিবেশ অধিদফতরের মহাপরিচালকসহ ৯ জনকে বিবাদী করা হয়েছে।

ওই রিটের শুনানি নিয়ে আজ রুলসহ অবৈধ বিড়ি-সিগারেট উৎপাদনকারী কোম্পানি বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

জানা যায়, দেশের বিভিন্ন জায়গায় অনুমোদনহীন কতগুলো তামাক উৎপাদনকারী কোম্পানি রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে— কিশোরগঞ্জের হেরিটেজ টোব্যাকো, তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো, চট্টগ্রামের ইন্টারন্যাশনাল টোব্যাকো, মানিকগঞ্জের বিউটি টোব্যাকো, গাজীপুরের ভার্গো, কুষ্টিয়ায় এইচআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এএলএম টোব্যাকো, রংপুরের এসডি টোব্যাকো লিমিটেড, নরসিংদীর ব্ল্যাক টোব্যাকো কোম্পানি, নোয়াখালীর ইনডিপেন্ডেন্ট টোব্যাকো, বগুড়া টোব্যাকো, এবি টোব্যাকো, নাটোরের সামির টোব্যাকো প্রভৃতি।

বিজ্ঞাপন

এসব কোম্পানি পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ লঙ্ঘন করে তামাক প্রক্রিয়াজাতকরণ ও সিগারেট উৎপাদন চালিয়ে যাচ্ছে।

আজ আদালত এসব কোম্পানিতে সিগারেট-বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধের নির্দেশ দিয়ে রুল জারি করেছেন।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর