Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ প্রজ্বালন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২১ ১৯:৪৩ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ০০:১৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে সেক্টর কমান্ডারস ফোরাম। এসময় সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতা বিরোধী ও তাদের দোসরদের সকল কর্মকাণ্ড আইন প্রণয়ন করে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে চট্টগ্রাম মহানগর ও জেলা সেক্টর কমান্ডারস ফোরাম এ প্রদীপ প্রজ্বালন কর্মসূচির আয়োজন করে।

বিজ্ঞাপন

কর্মসূচিতে সংহতি জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘একাত্তর সালে যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা গত ৫০ বছরেও বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয়নি। গত ৫০ বছর ধরে স্বাধীনতার বিরুদ্ধে অর্থাৎ স্বাধীনতা যাতে অর্থবহ হতে না পারে সেজন্য নানা চক্রান্ত-ষড়যন্ত্র তারা করেছে। সর্বশেষ বিজয়ের সুবর্ণজয়ন্তীতে এসে তাদের আন্তর্জাতিক চক্রান্তও পরিস্কার হয়ে গেছে। তাদের বিরুদ্ধে একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেন, ‘যারা এদেশের স্বাধীনতা চায়নি তাদের স্বাধীন দেশে রাজনীতি করার অধিকার নেই। তাদের যারা দোসর, সেই দোসরদেরও সকল কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া এখন সময়ের দাবি। আইন করে স্বাধীনতা বিরোধী ও তাদের দোসরদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর প্রশ্নে কোনো আপস নেই।’

সেক্টর কমান্ডারস ফোরামের জেলা সভাপতি নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের নগর শাখার সভাপতি সরফরাজ খান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, সাধন চন্দ্র বিশ্বাস, আবু বকর সিদ্দিক, বাদশা মিয়া, গৌরীশংকর চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক রাসেল, বীর মুক্তিযোদ্ধার সন্তান সাহেদ মুরাদ শাকু।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

টপ নিউজ বুদ্ধিজীবী স্মরণ মোমবাতি প্রজ্বালন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর