Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সপ্তাহের ব্যবধানে মৃত্যু, সংক্রমণ, শনাক্তের হার— সবই বেড়েছে

সারাবাংলা ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২১ ২৩:৫৯ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ২১:৪১

আগের সপ্তাহেই দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ছিল কিছুটা নিম্নমুখী। ওই সপ্তাহে নতুন সংক্রমণ, করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু এবং নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার— সবই ছিল এরও আগের সপ্তাহের তুলনায় কম। তবে এক সপ্তাহ পরই পরিস্থিতি বদলে গেছে। আগের সপ্তাহের তুলনায় এ সপ্তাহে এসে তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী।

স্বাস্থ্য অধিদফতরের সোমবারের (১৩ ডিসেম্বর) কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে সপ্তাহ হিসেবে করোনা সংক্রমণের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

৩ সপ্তাহে নমুনা পরীক্ষা, সংক্রমণ শনাক্তের হার

গত ২২ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ৪৭তম সপ্তাহে দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ২৮ হাজার ২৬১টি। এসব নমুনার মধ্যে ১ হাজার ৬৯৬টিতে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ছিল ১ দশমিক ৩২ শতাংশ।

এরপর ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ৪৮তম সপ্তাহে দেশে মোট নমুনা পরীক্ষা হয় ১ লাখ ২৯ হাজার ৫৪৮টি। এর মধ্যে ১ হাজার ৬৫৯টি নমুনায় শনাক্ত হয়েছে করোনা সংক্রমণ। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১ দশমিক ২৮ শতাংশ।

অন্যদিকে, সবশেষ ৬ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ৪৯তম সপ্তাহে দেশে মোট নমুনা পরীক্ষা করা হয় ১ লাখ ৩৮ হাজার ৫৯২টি। এসব নমুনার মধ্যে ১ হাজার ৮৮২টিতে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ।

সপ্তাহ হিসেবে সংক্রমণ, শনাক্তের হার বেড়েছে

এই তিন সপ্তাহের নমুনা পরীক্ষা ও সংক্রমণের তথ্য তুলনা করে দেখা যায়, ৪৭তম সপ্তাহের তুলনায় ৪৮তম সপ্তাহে নমুনা পরীক্ষা বেশি হয়েছে ১ শতাংশ। তবে এই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে আগের সপ্তাহের তুলনায় ২ দশমিক ২ শতাংশ কশ।

বিজ্ঞাপন

অন্যদিকে ৪৮তম সপ্তাহের তুলনায় ৪৯তম সপ্তাহে নমুনা পরীক্ষা বেড়েছে ৭ শতাংশ। আগের দুই সপ্তাহের তুলনায় নতুন সংক্রমণ কমলেও ৪৯তম সপ্তাহে এসে নতুন সংক্রমণ বেড়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ১৩ দশমিক ৪০ শতাংশ বেশি।

এই তিন সপ্তাহে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার তুলনায় করলেও দেখা যায়, ৪৭তম সপ্তাহের তুলনায় ৪৮তম সপ্তাহে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছিল কম। তবে ৪৮তম সপ্তাহের তুলনায় ৪৯তম সপ্তাহে ফের এই হার বেড়েছে। শুধু তাই নয়, ৪৯তম সপ্তাহের এই হার ৪৭তম সপ্তাহের সংক্রমণের হারের চেয়েও বেশি।

৩ সপ্তাহে মৃত্যুর পরিসংখ্যান ঊর্ধ্বমুখী

করোনাভাইরাসের ৪৭তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহে দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গিয়েছিলেন ২৫ জন। ৪৮তম সপ্তাহে এসে এই সংখ্যা কমে গিয়েছিল। এই সপ্তাহে করোনা সংক্রমণ নিয়ে মারা যান ২৩ জন। তবে ৪৯তম সপ্তাহে এসে মৃত্যু আবার বেড়েছে। এ সপ্তাহে করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ জন। অর্থাৎ ৪৯তম সপ্তাহে করোনা মৃত্যু কেবল ৪৮তম সপ্তাহ নয়, ৪৭তম সপ্তাহের তুলনায়ও বেশি।

সুস্থতার পরিমাণও কমছে

দেশে করোনাভাইরাসের ৪৭তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ২ হাজার ১১৯ জন। ৪৮তম সপ্তাহে গিয়ে সুস্থতার পরিমাণ কমে যায়। এ সপ্তাহে সুস্থ হন ১ হাজার ৯৫৭ জন। ৪৯তম সপ্তাহে এসে সুস্থতার পরিমাণ আরও কমে গেছে। এই সপ্তাহে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৮৭৬ জন।

এ হিসাবে ৪৭তম সপ্তাহের তুলনায় ৪৮তম সপ্তাহে সুস্থতার পরিমাণ কমেছে ৭ দশমিক ৬০ শতাংশ। অন্যদিকে ৪৮তম সপ্তাহের তুলনায় ৪৯তম সপ্তাহে এসে সুস্থতার পরিমাণ কমেছে আরও ৪ দশমিক ১০ শতাংশ।

সারাবাংলা/টিআর

করোনা সংক্রমণ করোনাভাইরাস কোভিড-১৯ সাপ্তাহিক তুলনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর