ডিএসইতে ৮ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
১৩ ডিসেম্বর ২০২১ ১৭:৪৫ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ১৭:৫২
ঢাকা: আগের দিনের ধারাবাহিকতায় সোমবারও (১৩ ডিসেম্বর) পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। এদিন উভয় পুঁজিবাজারে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। সেইসঙ্গে আর্থিক ও শেয়ার লেনদেনও কমেছে।
দিন শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র ৬৯৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এটি আগের আট মাসের মধ্যে এক দিনে সর্বনিম্ন লেনদেন। এর আগে, গত ১৮ এপ্রিল ডিএসইতে ৬০২ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়।
সোমবার ডিএসইতে ৩৭৭টি কোম্পানির ১৯ কোটি ৪৫ লাখ ৭৫ হাজার ৯০৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৬৯৬ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৫৪৮ টাকা। লেনদেন হওয়া এসব কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার। দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৮ পয়েন্ট কমে ৬ হাজার ৮৮২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৮ পয়েন্ট কমে ২ হাজার ৫৮৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৬০ পয়েন্টে নেমে আসে।
সোমবার ডিএসইতে লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো- জিএসপি ফাইন্যান্স, বেক্সিমকো লি., ওয়ান ব্যাংক, সাইফ পাওয়ার, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, আইএফআইসি ব্যাংক, সোনালি পেপার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক।
দাম বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- সেনা কল্যাল ইন্স্যুরেন্স, জিএসপি ফাইন্যান্স, রহিম টেক্সটাইল, ইস্টার্ন লুব্রিকেন্টস, সোনালি পেপার, প্রভাতী ইন্স্যুর্ন্সে, এককি পেস্টিসিয়াস, রেকিট বেঙ্কাইজার, ফিনিক্স ফাইন্যান্স ও ইসলামি ফাইন্যান্স।
দামর কমার শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো- দেশ গার্মেন্ট, এএমসিএল প্রাণ, নদার্ন জুট, বঙ্গজ, আনলিমা ইয়ার্ন, বিডি ল্যাম্পস, ফু-ওয়াং সিরামিকস, জিকিউ বলপেন, আজিজ পাইপস্ ও জেমিনী সি ফুড।
সারাবাংলা/জিএস/পিটিএম