বাবার লাশ আজও পাইনি : শমী কায়সার
১৪ ডিসেম্বর ২০১৭ ১১:৩৩ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৫:৪৬
স্পেশাল করেসপন্ডেন্ট
শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার বলেছেন, মুক্তিযুদ্ধের কথা, বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যাওয়ার কথা শুনেই বড় হয়েছি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর রায়ের বাজার ইটখোলায় বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন।
শমী কায়সার বলেন, আমার বাবাকে পাক হানাদার বাহিনী ৭১ সালের ১৪ ডিসেম্বর বিকেলে ধরে নিয়ে যায়। তার লাশ আমরা আজও পাইনি।
শহীদ বুদ্ধিজীবীদের স্ত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমি কৃতজ্ঞতা জানাই শহীদদের জায়াদের প্রতি। কারণ তারা ওই সময় থেকে নানা সামাজিক, অর্থনৈতিক ও মানসিক বিপর্যয়ের ভেতরে থেকেও তাদের সন্তানদের বড় করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
সারাবাংলা/জেএ/এসআর/ এমএইচটি