Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’

ঢাবি করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২১ ১৬:৫৬

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবনমৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। সংগঠনটি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে গমনের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে তারা এসব দাবি জানান।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যাপারে সরকার কোনোভাবেই নমনীয় হচ্ছে না বলেছেন সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।

সাদা দলের সদস্য সচিব অধ্যাপক ড. মো. মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানবন্ধনে অধ্যাপক লুৎফুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে খালেদার জিয়ার মুক্তির জন্য সরকারের কাছে আপিল করা হচ্ছে। তার পরিবার থেকে আপিল করা হয়েছে। কিন্তু সরকার কোনো অবস্থাতেই নমনীয় হচ্ছেন না।’

তিনি বলেন, ‘আমরা আশা করি, নিশ্চয় সরকার আমাদের দাবি ইতিবাচকভাবে নেবে এবং তাদের শুভ বুদ্ধির উদয় হবে। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে তার সুচিকিৎসার পথ সুগম করে দেবে।’

খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন উল্লেখ করে সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান বলেন, ‘খালেদা জিয়া শুধু গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই লড়াই করেননি, তিনি দেশকে এগিয়ে নিয়ে যেতে অসামান্য অবদান রেখেছেন। আজ খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। তাকে যে মামলায় দণ্ডাদেশ দেওয়া হয়েছে, তা মিথ্যা ও সাজানো। তার বিরুদ্ধে ৩৫টি মামলা হয়েছে, যে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং রায় প্রদানেও একধরনের রাজনৈতিক উদ্দেশ্য ছিল।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে, অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হোক।’

মানবন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাদা দলের সাবেক আহ্বায়ক আখতার হোসেন খান, বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলম, ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আবদুর রশীদ, মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুন আহমেদ প্রমুখ।

সারাবাংলা/আরআইআর/পিটিএম

ঢাকা বিশ্ববিদ্যলায় সাদা দল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর