প্রতারণা মামলায় অভিনেত্রী মিথিলা ও ফারিয়াকে আগাম জামিন
স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২১ ১৫:৩২ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ১৬:১২
১৩ ডিসেম্বর ২০২১ ১৫:৩২ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ১৬:১২
ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।
সোমবার (১৩ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে তাদের জামিন দেন।
গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল।
এ মামলায় মিথিলা ও শবনম ফারিয়া হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন। মিথিলার পক্ষে আবেদন করেছেন আইনজীবী নিয়াজ মোর্শেদ।
সারাবাংলা/কেআইএফ/একে