Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২১ ১৫:১৬

সিরাজগঞ্জ: এনায়েতপুরে স্ত্রী বিউটি খাতুনকে হত্যার অপরাধে স্বামী সুলতান মাহমুদকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এরফানুল্লাহ এই সাজা প্রদান করেন। আদালতের পেশকার মিহির বরণ সরকার ও তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত সুলতান মাহমুদ জেলার এনায়েতপুর থানার আড়কান্দি জেলেপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

মামলার এজাহারসূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১২ সালের ২১ ডিসেম্বর জেলার এনায়েতপুর থানার আড়কান্দি জেলেপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. সুলতান মাহমুদ তার স্ত্রী বিউটি খাতুনকে নিজ বাড়িতে পিটিয়ে ও গলাটিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরে নিহতের ছোটভাই সাদ্দাম হোসেন এনায়েতপুর থানায় সুলতান মাহমুদকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সুলতান মাহমুদকে আটক করে। এই মামলার তদন্ত ও দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

সারাবাংলা/এএম

যাবজ্জীবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর