লাবিবা-লামিসা পুরোপুরি আলাদা হতে আরও ৬ সপ্তাহের অপেক্ষা
১৩ ডিসেম্বর ২০২১ ১৪:৩২ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ১৫:৪৮
ঢাকা: আজকেই পুরোপুরি আলাদা করা হচ্ছে না নীলফামারীর জোড়া শিশু লাবিবা-লামিসাকে। ঝুঁকি এড়াতে পরবর্তী সময়ে আরেকটি ধাপে তাদের সম্পূর্ণ আলাদা করা হবে বলে জানিয়েছেন শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফ উল হক কাজল।
সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয় শিশুদের।
ডা. আশরাফ উল হক কাজল বলেন, ‘আজকেই আমরা তাদেরকে পুরোপুরি আলাদা করতে পারছি না। আজই পুরোপুরি আলাদা করতে গেলে শিশু লামিসার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তার যোনিদ্বারে আঘাত লাগতে পারে।’
তিনি আরও বলেন, ‘এ জন্য আমরা আজকের অস্ত্রোপচারের মাধ্যমে সেখানে সিলিকন বল স্থাপন করে দেব। ৭দিন পরপর সেই বল পানি দিয়ে ফুলিয়ে সেখানকার টিস্যুগুলোকে প্রসারিত করা হবে। পরবর্তীতে ৫ থেকে ৬ সপ্তাহ পর আবার তাদের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ বিষয়ে হাসপাতালে বিকেল ৪টার সংবাদ সম্মেলনের কথা ছিল। তবে দুপুরের আগেই আজকের অস্ত্রোপচার শেষ হয়ে যাবে জানিয়ে সেই সংবাদ সম্মলনটি বেলা ১টায় করার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা।
সারাবাংলা/এসএসআর/একে