Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সীমান্ত ও বিমানবন্দরে স্বাস্থ্যবিধি মানতে জোর দেওয়া হয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২১ ১২:৩৪ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ১৫:১২

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে আতঙ্কের কিছু নাই। তবে সকলের প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

সোমবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে এ পর্যন্ত দুইজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। তারা জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেটার। তারা বর্তমানে সুস্থ আছেন। এছাড়াও আর কোনো ওমিক্রন রোগী পাওয়া যায়নি।

সীমান্ত ও বিমানবন্দর এলাকায় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে জোর দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বুস্টার ডোজ এ মাসেই শুরু করা হবে। ষাটোর্ধ্ব ব্যক্তি ও মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ দেওয়া হবে।

জাহিদ মালেক জানান, ১১ কোটি জনগণকে টিকা দেওয়া হয়েছে। ২ কোটি প্রক্রিয়াধীন রয়েছে। এখনো চার কোটি টিকা মজুদ আছে। আরও ৪০ লাখ টিকা শিগগিরই পাওয়া যাবে। একইসঙ্গে অক্সিজেন সমস্যারও সমাধান করা হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/এএম

জাহিদ মালেক স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর