যুক্তরাষ্ট্র সরকারকে ‘ভুল সিদ্ধান্ত’ থেকে সরে আসার আহ্বান জাসদের
১২ ডিসেম্বর ২০২১ ১৮:৪৮ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ ২২:৩৯
ঢাকা: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের নেওয়া ‘ভুল সিদ্ধান্ত’ থেকে সরে আসার আহ্বানও তিনি জানিয়েছেন জাসদের পক্ষ থেকে।
হাসানুল হক ইনু বলেন, দুই দেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রয়েছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারও বলেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে চলেছে। এই সম্পর্ককে তিনি এগিয়ে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র সরকারের কিছু পদক্ষেপ এই সম্পর্কের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ ধরনের পদক্ষেপ থেকে সরে আসা প্রয়োজন।
রোববার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে জাসদ সভাপতি এসব কথা বলেন। বিবৃতিতে ইনু বলেন, বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান কূটনৈতিক সম্পর্কের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ হিসেবে বাংলাদেশের জনগণের কাছে বিবেচিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্রিডম হাউজের সাম্প্রতিক সমীক্ষায় গণতন্ত্রের মাপকাঠিতে দক্ষিণ এশিয়া ও সারাবিশ্বের দেশগুলোর মধ্যে যাদের অবস্থান বাংলাদেশের অনেক অনেক নিচে, বাইডেন প্রশাসন সেই দেশুগুলোকেও তাদের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিল।
জাসদ সভাপতি বলেন, বাংলাদেশ পুলিশের অনেকগুলো শাখার মধ্যে একটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। বাংলাদেশ পুলিশ দেশের সাংবিধানিক আইনের অধীনে পরিচালিত একটি আইনি সংস্থা। বাংলাদেশ পুলিশ বা র্যাবের সব কর্মকর্তা বা সদস্য দেশের আইনের অধীনে দায়িত্ব পালন করেন। পুলিশ বা র্যাবের সদস্য আইন বহির্ভূত কোনো কাজ বা অপরাধ করলে পুলিশ ও র্যাবের নিজস্ব সংস্থার আইন ও বিধির অধীনে তাদের অপরাধের তদন্ত ও বিচার হওয়ার পাশাপাশি দেশের আইনের আদালতেও তাদের বিচার ও শাস্তি হয়ে থাকে।
তিনি বলেন, পুলিশ ও র্যাবের কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে আনীত সব অভিযোগের তদন্ত ও বিচার হয়েছে। মৃত্যুদণ্ডসহ বিভিন্ন গুরুদণ্ডও হয়েছে। বাংলাদেশ পুলিশ বা র্যাবের কোনো কর্মকর্তাকে আইনের ঊর্ধ্বে দেওয়া বা দায়মুক্তি দেওয়া হয়নি। বাংলাদেশ পুলিশ ও র্যাবের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পৃথিবীর উন্নত পুলিশ একাডেমিগুলোতে নিয়মিত উচ্চতর প্রশিক্ষণও নিচ্ছেন। বাংলাদেশ পুলিশ ও র্যাবের সদস্যরা জাতিসংঘের আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। র্যাব একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, অস্ত্র ও মাদক চোরাচালান, নারী পাচারসহ সংগঠিত অপরাধী চক্র দমনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে একযোগে কাজও করে চলেছে।
ইনু বলেন, র্যাবের প্রতিষ্ঠিত পরিষ্কার পরিচিতি জানার পরও র্যাব বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সাম্প্রতিক মনোভাব ও সিদ্ধান্ত তাদের সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, অস্ত্র ও মাদক চোরাচালান, নারী পাচার বিষয়ে তাদের সরকারের নীতির সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। যুক্তরাষ্ট্র সরকারের বাংলাদেশ বিষয়ে সাম্প্রতিক এমন ভুল সিদ্ধান্ত বাংলাদেশ বিষয়ে তাদের তথ্যগত বিভ্রাট থেকে উৎসারিত। বাংলাদেশ বিষয়ে তাদের তথ্যের উৎসও বস্তুনিষ্ঠ নয়। বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারকে তাদের নিজেদের ঘোষিত নীতির সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ ভুল পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
ইনু বলেন, জাসদ আশা করে— বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের তৃতীয় বা অন্য দেশের সঙ্গে সম্পর্ক দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। আমরা আশা করি, অচিরেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি নিরসন হবে।
‘বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সাম্প্রতিক ভুল পদক্ষেপে বাংলাদেশের যে রাজনৈতিক মহল বা ব্যক্তিরা আনন্দে উদ্বেলিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন, তাদের জানা উচিত— বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার যোগ্যতা মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যেই অর্জিত হয়েছে। যারা বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্কের হিসাব-নিকাশ করে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছেন তাদের জানা উচিত— অসাংবিধানিক ও অস্বাভাবিক পথে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ কার জন্যই নেই,’— বিবৃতিতে বলেন জাসদ সভাপতি ইনু।
ফাইল ছবি
সারাবাংলা/এএইচএইচ/টিআর