Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‍্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অবমাননাকর

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২১ ১৭:৪৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ ২২:১২

ঢাকা: র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের নিষেধাজ্ঞাকে নজিরবিহীন ও অবমানাকর বলে আখ্যা দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এই নিষেধাজ্ঞা বিষয়ে পূর্ণাঙ্গ ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা তিকে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার (১১ ডিসেম্বর) রাতে শেষ হওয়া পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনে গৃহীত এক প্রস্তাবে এ আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা মার্কিন সার্টিফিকেটের অপেক্ষা রাখে না বলেও মন্তব্য করেছে দলটি।

বিজ্ঞাপন

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ রাষ্ট্রীয় সন্ত্রাস ও মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিক ঘটনাবলি মার্কিন যুক্তরাষ্ট্রের সার্টিফিকেটের অপেক্ষা রাখে না। গত দুই দশক ধরে দেশের মানুষের এ সম্পর্কে ভয়াবহ অভিজ্ঞতা রয়েছে।

প্রস্তাবে বলা হয়, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে না— সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এ ধরনের বক্তব্য সত্যের অপলাপ। এভাবে কথা বললে সরকারের ন্যূনতম বিশ্বাসযোগ্যতা বলে আর কিছু থাকে না। যুক্তরাষ্ট্রে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে বলে নিজেদের পাপ ও অপরাধ এড়িয়ে যাওয়ার কোনো অবকাশ নেই।

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, সজীব সরকার রতন, রাশিদা বেগম, শহীদুল আলম নান্নু, মাহমুদ হোসেন, ফিরোজ আহমেদ, সাইফুল ইসলাম, স্নিগ্ধা সুলতানা ইভা, অরবিন্দু বেপারি বিন্দু, আনোয়ার আহমদ অনু, শিকদার হারুন  মাহমুদ, ডা. মাহবুবুর রহমানসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/টিআর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মার্কিন নিষেধাজ্ঞা র‌্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞা