ষড়যন্ত্র প্রতিহতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান নানকের
১২ ডিসেম্বর ২০২১ ২১:৩৭ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ ২১:৫৬
ঢাকা: জনগণকে সঙ্গে নিয়ে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, নির্বাচনের দুই বছর বাকি। এই সময়ে ষড়যন্ত্র হবে। ষড়যন্ত্রের জাল বিস্তার হচ্ছে। এই ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। এজন্য দরকার একমাত্র সাংগঠনিক শক্তি।
রোববার (১২ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ডেমরা থানার ৪৬ নম্বর ওয়ার্ডের মাতুয়াইল ইউনিয়নের ইউনিট সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইউনিয়নের মান্নান স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। ’৭৫-এ জাতির পিতাকে সপরিবারে যারা হত্যা করেছে তাদের বিচার হয়েছে। কিন্তু যারা এই হত্যার সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিকভাবে জড়িত তাদের মুখোশ এখনো উন্মোচন করা হয়নি। তাদেরও মুখোশ উন্মোচন এখন সময়ের দাবি।’
তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে আওয়ামী লীগ জনগণের দল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিষ্কারভাবে বলেছিলেন, বন্দুকের নল নয়, জনগণ ক্ষমতার উৎস। ৭৫-এর পর খুনিরা যখন এই বাংলাদেশে বিস্তার লাভ করছিল, ঠিক তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে এসে বাংলার জনগণকে ঐক্যবদ্ধ করেছে। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেছেন। তিনি বাংলার হাট, মাঠ, ঘাট ঘুরে দলকে সুসংগঠিত করেছেন। এই দলের ক্ষমতার উৎস এ দেশের জনগণ কোনো রক্তচক্ষুর কাছে আওয়ামী লীগ মাথা নত করবার দল নয়।’
বিশেষ অতিথির বক্তব্য ঢাকা মহানগর দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রথম সারির কয়েকজন কর্মকর্তাকে নিষেধাজ্ঞা জানিয়েছে। কি কারণে? তাদের দোষ তারা জঙ্গিবাদকে নির্মূল করেছে। দেশ থেকে আগুন সন্ত্রাস নির্মূল করেছে। এটা অত্যন্ত নিন্দার বিষয়। এটা মূলত ষড়যন্ত্র একটি নীল নকশা।’
তিনি বলেন, ‘সম্মেলনের মধ্যে দিয়ে মহানগর দক্ষিণ সুসংগঠিক আওয়ামী লীগ হিসাবে গড়ে উঠবে। ত্যাগী, পরীক্ষিত নিবেদিত নেতাদের দায়িত্ব নিয়ে আসতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে- আমরা দলে কাউয়া চাই না।’
মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা লুৎফুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শান্ত নুর খান শান্তের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্মসাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি প্রমুখ।
সারাবাংলা/এনআর/পিটিএম