Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বিসিএলের প্রথম দিন মধ্যাঞ্চলের

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২১ ২০:৪০

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম দিনটা দারুণ কাটল ওয়ালটন সেন্ট্রাল জোনের। আগে বোলিং করে বিসিবি নর্থ জোনকে ২১৯ রানে গুটিয়ে দিয়ে বিনা উইকেটে ৬১ রান তুলে দিন শেষ করেছে সেন্ট্রাল জোন।

রোববার (১২ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুটা বেশ ভালোই হয়েছিল বিসিবি নর্থ জোনের। ওপেনিং জুটিতে ৬১ রান তোলেন তানজিদ হাসান তামমি ও পারভেজ হোসেন ইমন। কিন্তু এই জুটি ভাঙার পর আর জুটি গড়তে পারেনি নর্থ জোনের ব্যাটিং ইউনিট।

বিজ্ঞাপন

মিডল অর্ডারে উইকেটে সেট হয়েও বড় স্কোর গড়তে ব্যর্থ মার্শাল আইয়ুব (৩৫), তানভীর হায়দার (২৫), আরিফুল হক (২৫)।

তবে লোয়ার অর্ডার থেকেও রান পেয়েছে নর্থ জোন। স্কোরটা বলার মতো হয়েছে সেই কারণেই। শেষ দিকে সানজামুল ইসলাম ২১ ও আমিনুল ইসলাম বিপ্লব ২১ রান করেন। ২১৯ রানে থামে নর্থ জোনের স্কোর। দুই ওপেনার ইমন ৪৬ ও তানজিদ ৩২ রান করেন।

সেন্ট্রাল জোনের হয়ে তিন উইকেট নিয়েছেন রবিউল হক। দুটি উইকেট নিয়েছেন শুভাগত হোম।

পরে বিনা উইকেটে ৬১ রানে দিন শেষ করেছে সেন্ট্রাল জোন। ৫৪ বলে ৬ চার ও ১ ছয়ে ৪৩ রানে অপরাজিত মিঠুন। মিজানুর অপরাজিত ১৮ রানে।

সারাবাংলা/এসএইচএস/একে

চট্টগ্রাম বিপিএল মধ্যাঞ্চল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর