টাঙ্গাইল-৭ আসনে জাপার প্রার্থী জহির
স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২১ ১৮:৫৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ ১৯:০২
১২ ডিসেম্বর ২০২১ ১৮:৫৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ ১৯:০২
ঢাকা: জাতীয় সংসদ উপনির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির ।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি আনুষ্ঠানিকভাবে রোববার (১২ ডিসেম্বর) দুপুরে বনানী নিজে কার্যলয়ে থেকে জহিরুল ইসলাম জহির কে মনোনয়নপত্র হাতে তুলে দেন।
উল্লেখ্য আগামী ১৬ জানুয়ারি ২০২২ জাতীয় সংসদ উপনির্বাচন ১৩৬ টাঙ্গাইল ৭ (মির্জাপুর) অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য মো. শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস-চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান ও দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খানসহ নেতারা।
সারাবাংলা/এএইচএইচ/একে