Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেই তুষার দাসকে খালাস দিয়েছেন হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২১ ১৯:০২ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ০০:০৯

ঢাকা: স্ত্রীকে অপহরণের অভিযোগে বিচারিক আদালতে ১৪ বছর কারাদণ্ডপ্রাপ্ত শরীয়তপুরের তুষার দাস ওরফে রাজকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১২ ডিসেম্বর) খালাস চেয়ে তার করা আপিল শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

হরিজন সম্প্রদায়ের ছেলে হয়ে ব্রাহ্মণ মেয়ে সুস্মিতাকে ভালোবেসে বিয়ে করার পর নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগ এনে তুষারের বিরুদ্ধে অপহরণ মামলা করেন তার শাশুড়ি।

এ বিষয়ে ২০১৯ সালে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শরীয়তপুরের সুস্মিতা ও তুষার ভালোবেসে বিয়ে করেন প্রায় দুই বছর আগে। এরই মধ্যে তাদের কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। কিন্তু এখনও তাদের বিয়ে মেনে নিতে পারেননি সুস্মিতার বাবা-মা।

মেয়ে ‘নাবালিকা’ এমন অভিযোগে সুস্মিতার মা অপহরণ ও ধর্ষণের মামলা করেন তুষারের নামে। ওই মামলায় ৮ মাসের মতো কারাগারে ছিলেন তুষার। বিচার শেষে এ মামলায় তুষারকে ২০১৯ সালের ২৩ জুলাই ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।

পরে ওই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন তুষার। আজ তুষার দাসকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন হাইকোর্ট। হাইকোর্টের দেওয়া রায়ে তুষার দাসকে নিম্ন আদালতের দেওয়া ১৪ বছরের কারাদণ্ড নিয়ে উষ্মা প্রকাশ করেছেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

খালাস টপ নিউজ তুষার দাস হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর