Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ সন্তানকে বিষপান করিয়ে বাবার ‘আত্মহত্যা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২১ ১৩:১২ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ ১৫:১১

কক্সবাজার: টেকনাফের শাহপরীর দ্বীপে তিন ছেলে-মেয়েকে বিষপান করানোর পর বাবা আনোয়ার হোসেন (৪০) নিজেও ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে। তার তিন সন্তানের মধ্যে বড় মেয়ে রাহিনী আক্তার (৮) মারা গেছে। ছেলে যাবের (২) ও মেয়ে মাহিমাকে (৪) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

রোববার (১২ ডিসেম্বর) ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজানুর রহমান। নিহত আনোয়ার হোসেন জালিয়াপাড়ার মৃত ফোরকান আহমেদের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্ত্রী আনোয়ারা বেগমের সঙ্গে ঝগড়া হয় আনোয়ার হোসেনের। এর জের ধরে রাতে তার স্ত্রী বাপের বাড়ি চলে যান। তারপর ভোররাতে আনোয়ার হোসেন নিজের তিন ছেলে-মেয়েকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। এতে ঘটনাস্থলেই মেয়ে রাহিনী ও তার মৃত্যু হয়।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজানুর রহমান বলেন, এখানে দুইজনের লাশ আছে। বাকি দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মূলত পারিবারিক কলহে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এএম

কক্সবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর