ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষ, ২ চেয়ারম্যান প্রার্থীসহ আহত ২০
১২ ডিসেম্বর ২০২১ ১১:২৭
পটুয়াখালী: চলমান দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বচনকে কেন্দ্র করে জেলার কলাপাড়া উপজেলা ৩টি ইউনিয়ন ক্রমশই সহিংস হয়ে উঠছে। নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দুই চেয়ারম্যান প্রার্থীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর বাজারে গতকাল শনিবার (১১ ডিসেম্বর) রাত ৮টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, এই সংঘর্ষে গুরুতর আহত রনি ফকির (৩৫), হারুন মীর (৪০) ও ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী মজিবর ফকিরকে (৫০) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া নৌকা প্রতীকের প্রার্থী হুমায়ুন কবির কেরামত, তার ছেলে হাসিবুল ইসলাম, নৌকা সমর্থিত হাসান গাজী ও নৌকা সমর্থিত গোলাম মস্তফা আহত হয়েছেন। বর্তমানে তারা কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারাবাংলা/এনএস
ইউপি নির্বাচন চেয়ারম্যান প্রার্থীসহ আহত ২০ টপ নিউজ পটুয়াখালী সংঘর্ষ