তাপমাত্রা কমে বাড়বে শীত, আসছে শৈত্যপ্রবাহ
১১ ডিসেম্বর ২০২১ ২৩:২১ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ ১১:৩৭
ঢাকা: গেল সপ্তাহে কয়েকদিনের বৃষ্টির কারণে শীত মৌসুমের আমেজে ভাটা পড়লেও এখন রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এখন থেকে রাতের তাপমাত্রার সঙ্গে সঙ্গে দিনের প্রথম ও শেষ ভাগেও তাপমাত্রা কম থাকবে। মাসের মাঝামাঝি একটি শৈত্যপ্রবাহেরও পূর্বাভাস রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সকালের দিকে দেশের কোথাও কোথাও কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। আর রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। কমবে দিনের তাপমাত্রাও।
সোমবার (১২ ডিসেম্বর) ঢাকায় সুর্যদয় হবে ৬টা ৩২মিনিটে। আর সুর্যাস্ত যাবে ৫টা ১৩ মিনিটে। আগামী দুই দিনে রাত ও দিনের তাপমাত্রা কমে যাবে। তবে বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রায় সামান্য পরিবর্তন আসবে।
আবহাওয়াবিদ মুহম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, উপমহাদেশে উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ রয়েছে উত্তর বঙ্গোপসাগরে।
সারাবাংলা/জেআর/পিটিএম