Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
১১ ডিসেম্বর ২০২১ ১৯:৩৭

চট্টগ্রাম ব্যুরো: দেশের অন্যতম বৃহৎ ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম’র আয়োজনে চট্টগ্রামের ভাটিয়ারি অ্যান্ড গলফ ক্লাবে গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির উদ্যোগে সপ্তমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

শুক্রবার (১০ ডিসেম্বর) টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সেনানিবাসের আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান। উদ্বোধন করেন কেএসআরএম’র উপ ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার জাহান।

বিজ্ঞাপন

এস এম মতিউর রহমান বলেন, ‘টানা সপ্তমবার কেএসআরএম গলপ টুর্নামেন্টের আয়োজন করেছে। এই ধরনের টুর্নামেন্ট জাতীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়েও ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে কেএসআরএম’র অঙ্গপ্রতিষ্ঠান এস আর শিপিংয়ের সিইও মেহেরুল করিম, কেএসআরএম’র মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) সৈয়দ নজরুল আলম, মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন, একাউন্টস বিভাগের মহাব্যবস্থাপক নুরুল হুদা সিদ্দিকী, জ্যেষ্ঠ্য কর্মকর্তা (ব্রান্ড) মিজান-উল-হক উপস্থিত ছিলেন।

কেএসআরএম’র পক্ষ থেকে মার্কেট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট উইংসের মহাব্যবস্থাপক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আশফাকুল ইসলাম আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন। পরে খেলোয়ারদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সারাবাংলা/আরডি/এমও

গলফ টুর্নামেন্ট চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর