Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে ২৪টি টর্নেডোর তাণ্ডবে নিহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
১১ ডিসেম্বর ২০২১ ১৬:৪৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ ১৮:৫৬

যুক্তরাষ্ট্রের ৫টি রাজ্য ভয়ংকর সিরিজ টর্নেডোর শিকার হয়েছে। শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে শুধু কেন্টাকিতে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। ওই রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশার সংবাদমাধ্যমে এ তথ্য জানান। এছাড়া আরাকানসাসে মারা গেছেন আরও দুইজন।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের রাজ্যগুলোতে শুক্রবার শক্তিশালী ঝড় হানা দেয়। প্রায় দুই ঘণ্টা ধরে ২৪টি টর্নেডো স্থলভাগে তাণ্ডব চালায়। এসময় বিরামহীন বজ্রপাত হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশার সংবাদমাধ্যমে বলেন, আমাদের জানামতে ৫০ জনের বেশি মারা গেছে। বেশিরভাগ ক্ষতি হয়েছে গ্রেভ কাউন্টি নামক এলাকায়। ওই কাউন্টির মেফিল্ড শহরে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে টর্নেডো।

কেন্টাকি ছাড়াও আরাকানসাস, ইলিনয়স, মিশউরি ও টেনিসি রাজ্যে সবমিলিয়ে ২৪টি টর্নেডোর খবর পাওয়া গেছে। আরাকানসাসে এ পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

মার্কিন আবহাওয়া বিভাগগুলো জানাচ্ছে, ঝড়গুলো যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের রাজ্যগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। উত্তর লুজিয়ানা থেকে দক্ষিণ অহিও পর্যন্ত প্রসারিত হচ্ছে ঝড়। স্থানীয় সময় শনিবার নাগাদ লুজিয়ানা ও ওহিওর উপর দিয়ে বয়ে যেতে পারে এ দুর্যোগ।

সারাবাংলা/আইই

টর্নেডো যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর