Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২১ ১৬:১৮

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, মুক্তিযুদ্ধের অনেক ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে হোটেল ইন্টারকন্টিনেন্টাল জড়িত। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাঙালি জাতির মুক্তির প্রশ্নে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনেক গুরুত্বপূর্ণ মিটিং করেছেন। এই কারণে হোটেলটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মুজিব কর্নার ও ওয়াল ব্র্যান্ডিং (দেওয়াল চিত্র) উদ্বোধনকালে তিনি একথা বলেন। হোটেলের সীমানা প্রাচীরের দেয়াল সাজানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় সংগ্রামী জীবন ও মুক্তিযুদ্ধের নানান ছবি দিয়ে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী মাহবুব বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন হচ্ছে। ইতোমধ্যে আমরা খাদ্যে, বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়েছি এবং তথ্যপ্রযুক্তিতে অনেক সাফল্য অর্জন করেছি। বহির্বিশ্বে আমাদের দেশের মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা এমডিজিতে সাফল্য পেয়েছি। আগামীতে এসডিজিতেও ভালো করব।

তিনি আরও বলেন, ‘বিদেশি অতিথি ও পর্যটকরা যারা এই হোটেলে আসেন তাদের অনেক কৌতূহল থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখার জন্য আজ আনুষ্ঠানিকভাবে মুজিব কর্নার স্থাপন করা হলো। আমার বিশ্বাস, মুজিব কর্নারের কারণে বিদেশ থেকে আসা পর্যটকেরা বঙ্গবন্ধু সম্পর্কে ও মুক্তিযুদ্ধে তার ঐতিহাসিক ভূমিকা সম্পর্কে জানতে পারবে।’

এরপর প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে হোটেলের কর্মকর্তা ও কর্মচারীদের রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কাইয়ুম প্রমুখ।

সারাবাংলা/এসজে/পিটিএম

ঐতিহাসিক গুরুত্ব হোটেল ইন্টারকন্টিনেন্টাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর