‘মানবাধিকার লুণ্ঠন নয় রক্ষা করে র্যাব’
১১ ডিসেম্বর ২০২১ ১৫:৪২ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ ১৭:৪৪
ঢাকা: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মানবাধিকার লুণ্ঠন করে না বলে জানিয়েছেন সংস্থাটির মিডিয়া শাখার পরিচালক ও মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। বরং সর্বক্ষেত্রে র্যাব মানবাধিকার রক্ষা করে চলেছে বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার (১১ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
এক প্রশ্নের জবাবে খন্দকার আল মঈন বলেন, মানবতা রক্ষায় র্যাবের আত্মত্যাগ অনেক বেশি। র্যাবের সাফল্যের কারণে জঙ্গিদের মোকাবিলায় সফলতা পাওয়া গেছে। সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে। দস্যুদের পুনর্বাসনে র্যাব সকল উদ্যোগ নিয়েছে। জঙ্গিদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা হয়।
তিনি আরও বলেন, নিজের আত্মরক্ষার অধিকার প্রতিটি বাহিনীর রয়েছে। মাদক বিরোধী জঙ্গি বিরোধী অভিযানে গুলি বিনিময় হয়। সেক্ষেত্রে আমাদের ওপর হামলা হলেই আমরা গুলি বিনিময় করি। এখন পর্যন্ত র্যাবের ১০০০ সদস্য অঙ্গহানি ও ২৮ জন নিহত হয়েছে গুলি বিনিময়কালে। নিরপেক্ষভাবেই গুলি বিনিময়ের বিষয় মনিটরিং করা হয়, কেউ আইন ভঙ্গ করলে র্যাব কঠোর ব্যবস্থা নেয়।
সারাবাংলা/ইউজে/এনএস