Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ২ জনের নমুনায় ওমিক্রন শনাক্ত

সৈকত ভৌমিক, সিনিয়র করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২১ ১৪:৪৯ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ ১৫:০৬

ঢাকা: জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। তাদের কোভিড-১৯ সংক্রমণ নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ের ফলাফলে ওমিক্রনের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে একজনের বয়স ২১, অন্যজনের ৩০।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র এ খবর নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, এই দুই জনের করোনার স্যাম্পল কালেকশন করা হয় ৬ ডিসেম্বর। এ পর্যন্ত তাদের সংস্পর্শে আসা মানুষজনদের শনাক্ত করা হয়েছে। তারা বর্তমানে হোটেল সোনারগাঁওয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে দুপুরে রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উদ্বোধন উপলক্ষে দেওয়া বক্তব্যেও একই তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

সারাবাংলা/এসবি/এএম

ওমিক্রন করোনাভাইরাস দেশে ওমিক্রন শনাক্ত নতুন ভ্যারিয়েন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর