রাষ্ট্র তো সংক্ষুব্ধ নয়— মুরাদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী
১১ ডিসেম্বর ২০২১ ১৪:৩৯ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ১৭:১৭
ঢাকা: বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সদ্য পদত্যাগ করা সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসানের বিরুদ্ধে সরকার তথ্য প্রযুক্তি আইনে মামলা করবে না বলে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সরকার আইসিটি আইনে মামলা করবে কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘কেন রাষ্ট্র মামলা করবে? রাষ্ট্র তো সংক্ষুব্ধ নয়।’
শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি কেউ সংক্ষুব্ধ হয়, তার অধিকার রয়েছে মামলা করার। এটা তো ব্যাপার নয়। আমার কাছে জিজ্ঞাসা করছেন কেন? আপনি যদি সংক্ষুব্ধ হন, আপনি মামলা করবেন।’
র্যাবের মহাপরিচালক ও পুলিশ প্রধানের যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে কথা বলে এসেছি।’
সারাবাংলা/ইএইচটি/এএম