Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাকের নতুন সভাপতি মহিউদ্দিন, সম্পাদক সৌরভ

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২১ ১৯:১৮ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ১৯:২১

ঢাকা: দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনেস্ট করাপসনের (র‌্যাক) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাউথ এশিয়ান টাইমসের সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন আহমেদ সভাপতি ও এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার তাওহীদ সৌরভ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে রাজধানীর সেগুনবাগিচার ‘বাগিচা রেস্টুরেন্টে’ সংগঠনের সদস্যরা নতুন নেতৃত্ব নির্বাচন করেন। কমিটির সহ-সভাপতি পদে দুইজন নির্বাচিত দুইজন হলেন, নিউ এজের আহম্মদ ফয়েজ ও নিউজবাংলার রহমান মাসুদ।

বিজ্ঞাপন

যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন- যথাক্রমে একাত্তর টিভির জেমসন মাহবুব ও এশিয়ান টিভির ডাক্তার সাফি উদ্দিন আহেমদ। সাংগঠনিক সম্পাদক যমুনা টিভির রাব্বী সিদ্দিকী।

এছাড়াও কোষাধ্যক্ষ মাইটিভির মাহবুব সৈকত, দফতর সম্পাদক বৈশাখী টিভির তাসলিমুল আলম তৌহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বণিক বার্তার জেসমিন মলি, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক চ্যানেল টুয়েন্টিফোরের সফিকুল ইসলাম সবুজ, আন্তর্জাতিক সম্পাদক আরটিভির আতিকা রহমান এবং সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নিউজ টুয়েন্টিফোরের আলী তালুকদার।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে বিজয়ী হলেন- দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন আরিফ, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতির বিশেষ প্রতিনিধি আবুল কাশেম, ডিবিসি টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আদিত্য আরাফাত, দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান প্রতিবেদক মোরশেদ নোমান, সাঈদ খান, দৈনিক মুখপাত্রের সম্পাদক শেখ মোহাম্মদ জামাল হোসেন ও এনটিভি’র সিনিয়র রিপোর্টার শফিক শাহিন।

বিজ্ঞাপন

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও শহিদুল ইসলাম তিন সদস্যের কমিশন নির্বাচন পরিচালনা করেন।

এসময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিজান মালিক, ডিআরইউ’র সদ্য বিদায়ী (সাবেক) সভাপতি মোরসালিন নোমানী, ডিআরইউ’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, ডিআরইউর সহ সভাপতি ওসমান গণী বাবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র নেতাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, বিদায়ী কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহম্মদ ফয়েজ পরিচালনায় র‌্যাকের- ২০২১ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/জিএস/এমও

দুর্নীতি দমন কমিশন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক)

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর