মোটরসাইকেল থেকে উদ্ধার হলো সাড়ে ৪ কোটি ৮ লাখ টাকার সোনা
১০ ডিসেম্বর ২০২১ ১৭:১৮ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ২১:০৬
যশোর: যশোরের নতুনহাট এলাকায় একটি মোটরসাইকেল থেকে ৫০টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোনার বারগুলোর ওজন ৫ কেজি ৮৪০ গ্রাম। এর বাজারমূল্য চার কোটি আট লাখ টাকারও বেশি।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে নতুনহাট এলাকা থেকে ৫০টি সোনার বারসহ ওই মোটরসাইকেলটি জব্দ করে যশোরের ৪৯ বিজিবি। এসময় দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকেল সোয়া ৪টায় এক প্রেস ব্রিফিংয়ে বিজিবির পক্ষে মেজর আবুল হাসান মো. তৌফিক মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, দড়াটানা এলাকা থেকে সীমান্ত পেরিয়ে ভারতে এসব সোনা পাচার করা হচ্ছিল। ৫০টি বারের ওজন ৫ কেজি ৮৪০ গ্রাম। এর আনুমানিক সিজার মূল্য চার কোটি আট লাখ ৮০ হাজার টাকা।
সোনা চোরাচালানে জড়িত আটক দুই ব্যক্তির নাম তৌহিদুল ইসলাম ও ইমরান হোসেন। তাদের বাড়ি নড়াইলের কালিয়ায়। তাদের বাহন ছিল ইয়ামাহা এফজেড মোটরসাইকেল।
সারাবাংলা/টিআর