‘ভ্যাটের টাকা দিয়ে পিছিয়ে পড়াদের মূল স্রোতে আনা হচ্ছে’
১০ ডিসেম্বর ২০২১ ১৪:৪৫ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ১৫:৪৪
ঢাকা: রাজস্বের মাধ্যমে আসা ভ্যাটের টাকা দিয়ে পিছিয়ে পড়াদের মূল স্রোতে আনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, আমাদের আরও এগিয়ে যেতে হবে। সমাজে প্রতিবেশীর অধিকার আছে। দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে যারা ভ্যাট দিচ্ছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ভ্যাটের টাকা দিয়ে পিছিয়ে পড়াদের মূল স্রোতে আনা হচ্ছে। মনে রাখতে হবে, প্রতিবেশীর হক আদায় করা না হলে প্রকৃত মুসলমান হওয়া যায় না। প্রতিবেশী অভুক্ত থাকলে তাদের কি মুসলমান বলা যায়? তাই আপনার আশপাশের কেউ অভুক্ত আছে কি না, খোঁজ নেন।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে কাকরাইলের আইডিইবি ভবনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ মতবিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ব্যবসায়ীদের উদ্দেশে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ব্যবসায়ীরা ও জনগণ যে ভ্যাট দেয়, সেটি দিয়ে আমরা দেশের জন্য কাজ করি। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা কাজ করি। আজ যে বছর চলছে, সেটি আমাদের জন্য ঐতিহাসিক বছর। বাঙালি জাতির জন্য এটি গৌরবের বছর। কেননা আমরা এখন উন্নয়নশীল দেশ। বাঙালি জাতি জানে বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারে না। গত ৫০ বছরে দেশের যে উন্নয়ন হয়নি, সেটি বিগত ১২ বছরে হয়েছে, যা রূপকথার গল্পকেও হার মানায়। সেজন্য প্রত্যেককে দেশের জন্য নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।
রাজস্ব আহরণের চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, ২০০৫-০৬ অর্থ বছরে রাজস্ব আহরণ ছিল ৪৪ হাজার কোটি টাকা। কিন্তু ২০২০ ও ২০২১ সালে রাজস্ব আহরণ হয়েছে ৩ লাখ ২৮ হাজার কোটি টাকা। এটি আমাদের অর্জন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অর্জন। মনে রাখতে হবে, আমাদের অনেক দূর যেতে হবে। একইসঙ্গে ব্যবসায়ীদেরও দায়িত্ব রয়েছে নিজে ভ্যাট দেওয়া এবং অন্যকেও ভ্যাট প্রদানে উৎসাহিত করার। অন্যদিকে ভ্যাট আদায়কারীদের জনগণের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে।
ট্যাক্স জিডিপি অন্যান্য দেশের তুলনায় কম জানিয়ে মন্ত্রী বলেন, অন্যান্য দেশের তুলনায় আমাদের এখনো ট্যাক্স জিডিপি কম। এখন শুধু এগিয়ে যাওয়ার পালা। ভয় পাওয়ার কিছু নেই। চ্যালেঞ্জগুলো শক্তিতে পরিণত করে এনবিআরকে এগিয়ে যেতে হবে। ট্যাক্স জিডিপির রেশিও বাড়াতে হবে। তবে যারা এই মুহূর্তে ট্যাক্স দিচ্ছে, তাদের ওপর বেশি চাপ দেওয়া ঠিক না। নতুন নতুন ক্ষেত্র তৈরি করতে হবে। অনেকে মনে করেন, একবার ট্যাক্স দিলে বারবার দিতে হবে। এই ধারণাও ভুল। সবশেষে বলতে চাই, এনবিআরের সব কর্মকর্তাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। কাউকে হয়রানি করা যাবে না।
এদিকে, অনুষ্ঠানে জাতীয়ভাবে ভ্যাট প্রদানে প্রথম হওয়া ৯টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যবসায় খাতের প্রতিষ্ঠানগুলো হলো— খুলনা জেলার চুকনগর বাজারের এস এম মটরস, সিলেটের এমকো বাজাজ ইন্টারন্যাশনাল ও ঢাকার ম্যাবস ইউনিয়ন মটরস লিমিটেড; উৎপাদন খাতের প্রতিষ্ঠানগুলো হলো— ঢাকার কদমতলীর এরিস্টোফার্মা লিমিটেড, পাবনার স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও রংপুরের মেসার্স মায়া বিড়ি ফ্যাক্টরি; আর সেবাখাতের প্রতিষ্ঠানগুলো হলো— রাজধানীর গুলশানের ইডটকো বাংলাদেশ কোং লিমিটেড, গ্রে অ্যাডভার্টাইজিং লিমিটেড ও গাজীপুরের রবার্ট বস (বাংলাদেশ) লিমিটেড।
এদিকে, জাতীয় পর্যায়ের পাশাপাশি জেলা পর্যায়েও সেরা ভ্যাটদাতা হিসেবে ১০২টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে বলে জানানো হয় অনুষ্ঠানে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, এনবিআর সদস্য আব্দুল মান্নান শিকদার ও মাসুদ সাদিক।
সারাবাংলা/এসজে/টিআর