Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেইজিং অলিম্পিক বয়কট করবে না ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর ২০২১ ১৪:৩১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ১৯:৪২

২০২২ সালে শীতকালীন বেইজিং অলিম্পিক বয়কটের কোনো পরিকল্পনা নেই ফ্রান্সের। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, তার দেশ আগামী ফেব্রুয়ারিতে বেইজিং অলিম্পিকে অংশ নেবে।

মানবাধিকরা ইস্যুতে চীনের উপর কূটনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া কানাডা ইতিমধ্যে বেইজিং অলিম্পিক বয়কটের সিদ্ধান্ত জানিয়েছে। দেশগুলোর এমন সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে চীন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র তার অন্যান্য মিত্রদের বেইজিং অলিম্পিক বয়কটের আহ্বান জানিয়েছে। হোয়াইট হাউজ মনে করে, চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের উপর কর্তৃপক্ষের নির্যাতন ও মানবাধিকার হরণের বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপর হওয়া উচিত। এছাড়া হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলন দমনে বেইজিংয়ের ভূমিকা এবং চীনা টেনিস খেলোয়াড় পেং শুইয়াইকে নিয়েও উদ্বিগ্ন হোয়াইট হাউজ। কয়েক সপ্তাহ আগে চীন সরকারের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর আর প্রকাশ্যে দেখা যায়নি এই টেনিস খেলোয়াড়কে।

চীনের উপর কূটনৈতিক চাপ বাড়ানোর অংশ হিসেবে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিককেই বেছে নিয়েছ বাইডেন প্রশাসন। ওই ইভেন্ট বয়কটের মাধ্যমে চীনকে কূটনৈতিক শক্তি দেখাতে চায় যুক্তরাষ্ট্র।

এদিকে চীন গত সপ্তাহে অলিম্পিক বয়কটকারী দেশগুলোর প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছে। চীনের তরফ থেকে বলা হয়েছে, ‘বয়কটের মতো এরকম ভুল কাজ করলে চড়া মূল্য দিতে হবে।’

এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, বেইজিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ তিনি পেয়েছেন। এতে অংশ নিতে যাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

ইমানুয়েল ম্যাঁখো টপ নিউজ বেইজিং অলিম্পিক ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর